এই মাজার টি একটি দর্শনিয় স্থান হিসাবে বর্তমান খ্যাতি লাভ করেছে। এই মাজার টি দেখার জন্য এখানে অনেক দূর হতে জনগণ এসে ভীর জমায়। এলাকার জনগনের কাছ থেকে শুনা যায় যে, একটি মানুষ মৃত অবস্থায় মানাস নদীর উপর দিয়ে ভাসতে ভাসতে দেওয়ানবাজার এর কাছা কাছি বর্তমান মেনাজ উদ্দিন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এসে থেমে যায় এবং উক্ত স্থানে মিশে যায়। এর পর হতে এলাকার জনগন এই মাজার টির নাম দেন দেওয়ান পীরের মাজার। বর্তমান এখানে অনেকে মান্নত করতে আসে তাদের আশা আঙ্খাকা পূরণের জন্য। এখানে বর্তমানে প্রতি সপ্তাহের বৃহস্পতিবার হালকায়ে জীকির হয়। আশুরা এর সময় এলাকার জনগণ সিন্নি, পোলাও, খিচুরী ইত্যাদি দিয়ে পাঠান। সেখানে একজন ব্যাক্তি উপস্থিত হয়ে এগুলো নিয়ে উপস্থিত সকল জনগণ ও ছোট ছোট ছেলেমেয়েদের বিতরন করে দেন। উক্ত স্থান হতে একচিম্টি মাটি নিয়ে তারা বাড়িতে ফেরেন। উক্ত মাটি তারা রোগ মুক্তির জন্য খেয়েফেলেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস