গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
০৪ নং শহীদবাগ ইউপি গ্রাম আদালত
কাউনিয়া,রংপুর।
মামলা নং- ৪৫/১২ এর প্রতিবেদন প্রদান প্রসঙ্গে।
স্মারক নং- শহীদ/ তারিখ:-
বাদী:
মো: সাহাব উদ্দিন পিতা: মৃত: বজল উদ্দিন সাং- বল্লভবিষু, কাউনিয়া, রংপুর বনাম
বিবাদী:
১) আব্দুল মিয়া পিতা: মজিবর রহমান ২) মজুর উদ্দিন পিতা: মফিজ উদ্দিন ৩) সামু মিয়া পিতা: মজুর উদ্দিন সকলের সাং- বল্লভবিষু, কাউনিয়া, রংপুর।
বাদী গত ২২/৭/২০১২ ইং তারিখে বিবাদীগনের বিরুদ্ধে অত্র আদালতে একখানা লিখিত অভিযোগ দায়ের করেন।
বাদী তার অভিযোগে উল্লেখ করেন যে, গত ১৯/৬/১৯৭৬ ইং তারিখে ৬৪৮২ নং দলিল মুলে জেএল নং ২৪, খতিয়ান নং ৩৮৬ , দাগ নং ৫৭৮ জমি ১০ শতাংশ ক্রয় করে ভোগদখল করে আসিতেছে। ১ ও ২ নং বিবাদী গত দেড় মাস পূর্বে জোড় পূর্বক উক্ত জমিতে চালাঘর তোলে। বাদী এর কারন জানতে চাইলে , তারা রেকর্ড সুত্রে চালাঘর তোলেন বলে জানান। বাদী স্থানীয় মহৎ প্রধানগনকে বিচার দেয়। তাদের সহযোগীতায় তিনি চালাঘর সড়াইতে গেলে বিবাদীগন তাকে বেধম মারধর করে। তিনি জমি ও মারডাং এর বিচার চাহিয়া অত্র মামলা আনয়ণ করেন।
বাদীর আবেদনের প্রেক্ষীতে উভয় পক্ষকে জমির কাগজ পত্রসহ আদালতে হাজির থাকার জন্য কয়েকবার নোটিশ প্রদান করা হয়। বাদী তার কাগজ পত্র প্রর্দশন করেন । কিন্তু বিবাদী কাগজ পত্র জমার জন্য সময় চান । কিন্তু কাগজ পত্র জমা করেন নাই। বাদীপক্ষের কাগজ পত্র সঠিক । বিবাদীগনকে তার চালাঘর সড়াইয়া নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়। কিন্তু বিবাদী অদ্যবদী চালাঘর সড়ান নি। বিবাদীপক্ষ মামলাবাজ ও ধুরন্দর প্রকৃতির। তাদের শাস্তি হওয়া উচিৎ।
ন্যায় বিচারের স্বার্থে বাদীকে উচ্চতর আদালতের স্মরনাপন্য হওয়ার জন্য পরামর্শ প্রদান করা হইল।
প্রাপক
১) মো: সাহাব উদ্দিন পিতা: মৃত: বজল উদ্দিন সাং- বল্লভবিষু
২) আব্দুল মিয়া পিতা: মজিবর রহমান সাং বল্লভবিষু
৩) মজুর উদ্দিন পিতা: মফিজ উদ্দিন সাং- বল্লভবিষু
৪) সামু মিয়া পিতা: মজুর উদ্দিন সাং- বল্লভবিষু
৫) অফিস নথি ।
মো: আব্দুল হান্নান
চেয়ারম্যান
০৪ নং শহীদবাগ ইউপি
কাউনিয়া,রংপুর।
ছবি
সংযুক্তি
সংযুক্তি (একাধিক)