গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
০৪ নং শহীদবাগ ইউপি গ্রাম আদালত
কাউনিয়া,রংপুর।
মামলা নং- ৬৭/১২ এর প্রতিবেদন প্রদান প্রসঙ্গে।
স্মারক নং- শহীদ তারিখ:-
বাদী:
মো: গোলাম রসুল গং পিতা: মৃত: আ: জোব্বার সাং- ভুতছাড়া, কাউনিয়া. রংপুর বনাম
বিবাদী:
১) মো: মাফু মিয়া ২) মো: মনোয়ার খা উভয়ের পিতা: মৃত: শাহালী সাং- প্রান্নাথচর, কাউনিয়া,রংপুর।
বাদী গত ১৮/১১/২০১৩ ইং তারিখে অত্র আদালতে একখানা লিখিত অভিযোগ দায়ের করেন। মামলা নং- ৬৭/১২ । বাদী তার আরজিতে উল্লেখ করেন যে, আর এস খতিয়ানে ৯০ শতক জমির মালিক ১) মো: মজিবর রহমান ২) মো: আ: মজিদ ৩) মৃত: মফিজ উদ্দিন ৪) মুসলেম উদ্দিন ৫) ছামেছ উদ্দিন সকলের পিতা: মৃত: হাজী জসমত প্রামানিক উক্ত জমির অংশ হিসাবে প্রত্যকে ১৮ শতক জমির মালিক। মৃত: মজিবর রহমান ও আ: মজিদ এদের অংশ ৩৬ শতক মৃত: হোসেন মন্ডলের বরাবরে বিক্রয় করেন। পরে মফিজ এর ১৮ শতক বিবাদীর নিকট বিক্রয় করেন। পরবর্তিতে ছামেছ ও মুসলিমের অংশে ৩৬ শতক বাদী ও বিবাদীগনের নিকট ৪০ শতক জমি বিক্রয় করেন। ০৪ শতক জমি বেশী বিক্রয় করেন। উক্ত ৪ শতক জমি বেশী বিক্রয় করায় বিবাদের সৃষ্টি হয়। বিবাদ নিষ্পত্তির জন্য বাদী অত্র মামলা আনয়ন করেন।
বাদীর আবেদনের প্রেক্ষীতে উভয় পক্ষকে আদালতে হাজির থাকার জন্য কয়েকবার নোটিশ প্রদান করা হয়। বাদী প্রতিবারেই আদালতে হাজির থাকেন । কিন্তু বিবাদী প্রতিবারেই গড় হাজির থাকেন। বিবাদী আদালতে হাজির না হয়ে আদালত অবমাননা করেন। বিবাদী অত্যান্ত ধুরন্দর।
ন্যায় বিচারের স্বার্থে বাদীকে উচ্চতর আদালতের স্মরনাপন্য হওয়ার জন্য পরামর্শ প্রদান করা হইল।
প্রাপক
১) মো: গোলাম রসুল গং পিতা: মৃত: আ: জোব্বার সাং- ভুতছাড়া,
২) মো: মাফু মিয়া পিতা: মৃত: শাহালী
৩) মো: মনোয়ার হোসেন পিতা: মৃত: শাহালী সাং- প্রান্নাথচর
৪) অফিস নথি
মো: আব্দুল হান্নান
চেয়ারম্যান
০৪ নং শহীদবাগ ইউপি
কাউনিয়া,রংপুর।
ছবি
সংযুক্তি
সংযুক্তি (একাধিক)