জুড়াবান্দার বিলটি ০৪ নং শহীদবাগ ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের বল্লভবিষু মৌজায় অবস্থিত। এই বিল টির চারপাশে সবুজ গাছপালা দিয়ে ঘেরা। বিকেল বেলা অনেকে মনের আনন্দে এই বিলটির পাড়ে বসে বাশি বাজায় গান গায়। উক্ত বিলটিতে মাছ চাষ করে এলাকার জনগণ। বিল টিতে ৩টি ছোট ছোট ঘর আছে। ঐ ঘরটিতে বসে তারা মনের আনন্দে ভাটিয়ালী, পল্লীগীতি, মারফতি গান গায়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস