Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন

জুড়াবান্দার বিল

 জুড়াবান্দার বিলটি ০৪ নং শহীদবাগ ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের বল্লভবিষু মৌজায় অবস্থিত।  এই বিল টির চারপাশে সবুজ গাছপালা দিয়ে ঘেরা। বিকেল বেলা অনেকে মনের আনন্দে এই বিলটির পাড়ে বসে বাশি বাজায় গান গায়। উক্ত বিলটিতে মাছ চাষ করে এলাকার জনগণ। বিল টিতে ৩টি ছোট ছোট ঘর আছে। ঐ ঘরটিতে বসে তারা মনের আনন্দে ভাটিয়ালী, পল্লীগীতি, মারফতি গান গায়।